ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের টিকিট নেই (ভিডিও)

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ফাইনালের টিকিট নেই (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যে কোনো টুর্নামেন্টে ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। টিকিট পেতে বিশেষ প্রস্তুতি থাকে ক্রিকেট পাগলদের। কাউন্টারে একদিন আগে লাইন ধরতে না পারলে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে।

মিরপুর থেকে: যে কোনো টুর্নামেন্টে ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। টিকিট পেতে বিশেষ প্রস্তুতি থাকে ক্রিকেট পাগলদের।

কাউন্টারে একদিন আগে লাইন ধরতে না পারলে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে।

একদিন আগে লাইন ধরেও যখন টিকিট মেলে না সেটি হয় চরম হতাশার। বিপিএলের ফাইনাল ম্যাচের টিকিট প্রত্যাশীরা এমন হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। কেননা সোওরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার খোলা হয়নি এখনও।  

টিকিট আদৌ বিক্রি হবে কিনা-সে ঘোষণাও আসছে না। এমন অনিশ্চয়তা নিয়ে লাইনে দাঁড়িয়ে এখনও অপেক্ষায় ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা তরুণরা। একটি সূত্রে জানা গেছে, টিকিট বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা নেই।  

শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়ানামাইটস ও রাজশাহী কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরু সন্ধ্যা পৌনে ৬টায়। ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হওয়ার কথা এখানেই।

কাউন্টারে পাওয়া না গেলেও কালোবাজারে তিন-চারগুণ বেশি দামে বিক্রি হচ্ছে ফাইনালের টিকিট। লাইন থেকে সরে এসে শহীদুল নামের এক তরুণ বাংলানিউজকে তার অভিযোগের কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, ‘কাউন্টারে টিকিট নেই, অথচ কালোবাজারে ঠিকই টিকিট মিলছে। ৫০০ টাকার টিকিট ১৫০০ টাকা। মহিলারা বিক্রি করছে। তারা বলছে লাগলে ১০০ টিকিটও দিতে পারবে, লাইনে দাঁড়িয়ে নাকি কোনো লাভ হবে না। আমাদের মতো সাধারণ ক্রিকেটভক্তদের বাইরে রেখে ক্রিকেট উৎসব হতে পারে না। আমাদের সঙ্গে বড় অন্যায় করা হচ্ছে। ’  

কিশোরগঞ্জ থেকে আসা রিয়াজউদ্দিন জানান, ‘গতকাল রাত ৮টা থেকে অপেক্ষা করছি। আগের ম্যাচগুলোতে সকাল ১০টায় কাউন্টার খুলেছে। ১৫ ঘণ্টা অপেক্ষার পর মনে হচ্ছে কাউন্টার খুলবে না। সকালে ঘোষণা দিয়ে এটা জানালেও পারতো। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।