ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে ‘ব্যাটিং’ দেখাতে চান মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
নিউজিল্যান্ডে ‘ব্যাটিং’ দেখাতে চান মিরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন মেহেদি হাসান মিরাজ। এ অফস্পিনারের ঘূর্নি বিষে টেস্ট সিরিজে কুপোকাত হয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। সেই ধারাবাহিকতা নিউজিল্যান্ড সফরেও ধরে রাখতে চান এ তরুণ। পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখতে চান অলরাউন্ডার মিরাজ।

ঢাকা: বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন মেহেদি হাসান মিরাজ। এ অফস্পিনারের ঘূর্নি বিষে টেস্ট সিরিজে কুপোকাত হয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা।

সেই ধারাবাহিকতা নিউজিল্যান্ড সফরেও ধরে রাখতে চান এ তরুণ। পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখতে চান অলরাউন্ডার মিরাজ।

পূর্নাঙ্গ সিরিজ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলতে নিউজিল্যান্ড যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় হবে ১০ দিনের অনুশীলন ক্যাম্প। আজ রাতেই সিডনির উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। জাতীয় দলের হয়ে হয়ে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ।

দেশ ছাড়ার আগে শনিবার (১০ ডিসেম্বর) মিরপুরের একাডেমি ভবনের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এ ক্রিকেটার জানান, ‘আমার নিজের কাছেই খারাপ লাগে যখন ব্যাটিংয়ে রান না করি। যখন রান করি তখন খুব আত্মবিশ্বাসী মনে হয়। সবাই আমার বোলিং দেখেছে। আশা করি ব্যাটিংয়েও চেষ্টা থাকবে সর্বোচ্চ দেওয়ার জন্য। ’

‘আসলে আমি ব্যাটিং-বোলিং দুটোই খুব উপভোগ করি। ব্যাটিং- বোলিংয়ে গুরুত্ব সমানভাবে দেই। চেষ্টা করবো। সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার জন্য। ’-যোগ করেন মিরাজ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।