ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

লালমনিরহাটে মিডিয়া কাপ টি-২০ টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
লালমনিরহাটে মিডিয়া কাপ টি-২০ টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাটে শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিন বীর বিক্রম মিডিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

লালমনিরহাট: লালমনিরহাটে শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিন বীর বিক্রম মিডিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১‍৭ ডিসেম্বর) বেলা ১২টায় তুষভান্ডার আর.এম.এম.পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

জেলার পাঁচটি উপজেলা প্রেসক্লাবের অধীনে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা চারটি টিমে বিভক্ত হয়ে এ খেলায় অংশ নেবে।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয়- পাটগ্রাম উপজেলা প্রেসক্লাব ও কালীগঞ্জ প্রেসক্লাব। অপর দুইটি দল হলো- লালমনিরহাট ও হাতীবান্ধা প্রেসক্লাব।

এসময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।