ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ফেসবুকে ‘বাংলাদেশ ৭-নিউজিল্যান্ড ১!’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
মুশফিকের ফেসবুকে ‘বাংলাদেশ ৭-নিউজিল্যান্ড ১!’ মুশফিকের বিশ্বাস, স্বাগতিক হলেও নিউজিল্যান্ডকে হারানো সম্ভব/ছবি: ফাইল ও সংগৃহীত

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। আটটিই জিতে নেয় কিউইরা। বাকি তিন ম্যাচ ড্র। ওয়ানডেতে ২৫ বারের মুখোমুখি লড়াইয়ে আট ম্যাচে জয় (১৭টিতে হার) নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে চার ম্যাচেই শেষ হাসি হাসে ব্ল্যাক ক্যাপসরা।

ঢাকা: এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। আটটিই জিতে নেয় কিউইরা।

বাকি তিন ম্যাচ ড্র। ওয়ানডেতে ২৫ বারের মুখোমুখি লড়াইয়ে আট ম্যাচে জয় (১৭টিতে হার) নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে চার ম্যাচেই শেষ হাসি হাসে ব্ল্যাক ক্যাপসরা।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবার (২৬ ডিসেম্বর) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

প্রথম ম্যাচের আগে মুশফিকুর রহিম জানালেন, স্বাগতিক হলেও নিউজিল্যান্ডকে হারানো সম্ভব।

কিউইদের বিপক্ষে সবশেষ মুখোমুখি হওয়া ৮টি ওয়ানডের ৭টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের মাটিতে কিউইদের দু’বার হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিও রয়েছে টাইগারদের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘বাংলাদেশ ৭-নিউজিল্যান্ড ১! হেড টু হেড: গত আট ম্যাচের সাতটিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। যদিও সবগুলো জয়ই নিজেদের মাটিতে। এবার সেই ধারাবাহিকতা অ্যাওয়ে ম্যাচেও ধরে রাখতে চায় টাইগাররা। ইনশা আল্লাহ। ’

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:
২৬ ডিসেম্বর: প্রথম ওয়ানডে, ক্রাইস্টচার্চ
২৯ ডিসেম্বর: দ্বিতীয় ওয়ানডে, নেলসন
৩১ ডিসেম্বর: তৃতীয় ওয়ানডে, নেলসন
৩ জানুয়ারী: প্রথম টি-২০, নেপিয়ার
৬ জানুয়ারী: দ্বিতীয় টি-২০, মাউন্ট মাউনগানুই
৮ জানুয়ারী: তৃতীয় টি-২০, মাউন্ট মাউনগানুই
১২-১৬ জানুয়ারী: প্রথম টেস্ট, ওয়েলিংটন
২০-২৪ জানুয়ারী: দ্বিতীয় টেস্ট, ক্রাইস্টচার্চ

বাংলাদেশ সময় অনুযায়ী সবগুলো ওয়ানডে ও টেস্ট ম্যাচ ভোর ৪টায় শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি দুপুর ১২টায়। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে সকাল ৮টায়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।