ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০ ওভারে নিউজিল্যান্ড ১১১/২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
 ২০ ওভারে নিউজিল্যান্ড ১১১/২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছেনিউজিল্যান্ড। এ রিপোর্ট লেখা অবধি ২০ ওভারেস্বাগতিকদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১১১ রান।

ঢাকা: সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছেনিউজিল্যান্ড। এ রিপোর্ট লেখা অবধি ২০ ওভারেস্বাগতিকদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১১১ রান।


 
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলপতিকেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালেসোমবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন)ওয়ানডে দিয়ে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হয়।
 
আগে ব্যাটিংয়ে নামা কিউইদের হয়ে ইনিংস শুরু করেনমার্টিন গাপটিল এবং টম ল্যাথাম। টাইগারদের হয়ে বলহাতে ইনিংস শুরু করেন মাশরাফি। দ্বিতীয় ওভারেইবোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘ ইনজুরিকাটিয়ে চলমান সফরের প্রস্তুতি ম্যাচে নিজেকে ফিটপ্রমাণ করলেও এই ম্যাচে মাঠে নামা নিয়ে আশঙ্কা ছিলমোস্তাফিজের। সব জল্পনা-কল্পনা কাটিয়ে চলতি বছরেরবর্ষসেরা উদীয়মান এই ক্রিকেটার মাঠে নামেন।
 
ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেটের দেখা পায় টাইগাররা। দলীয় ৩১ রানের মাথায় বিদায় নেন ১৩৮ ম্যাচ খেলামার্টিন গাপটিল। মোস্তাফিজের দুর্দান্ত এক স্লোয়ারেবোকাবনে যান ঝড় তোলার আভাস দেওয়া এইব্যাটসম্যান। লেগ-স্ট্যাম্পের বাইরের বল পিচ করেঢোকার সময় উড়িয়ে মারতে চেয়েছিলেন ১৯ বলে একচার আর এক ছয়ে ১৫ রান করা গাপটিল। তবে, বলেরলাইন বুঝতে না পেরে মিডঅফে সৌম্য সরকারেরতালুবন্দি হন তিনি।
 
গাপটিলের বিদায়ে মাঠে আসেন কিউই দলপতি কেনউইলিয়ামসন। ব্যাটিংয়ে নেমে ৯৬ ইনিংসে চারহাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়েস্টইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজও সমান ইনিংস খেলে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এছাড়া, উইলিয়ামসন-গ্রিনিজের থেকে কমইনিংসে ওয়ানডেতে চার হাজার রান ছুঁয়েছেন হাশিমআমলা (৮১), ভিভ রিচার্ডস (৮৮) ও বিরাটকোহলি (৯৩)।
 
ইনিংসের ১৫তম ওভারের দ্বিতীয় বলে বিদায় নেন উইলিয়ামসন। তাসকিন আহমেদের ব্যক্তিগত তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি ছিল এক্সট্রা বাউন্সের দারুণ এক ডেলিভারি। ৩৬ বলে ৩১ রান করে কিউই দলপতি উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন এই ডেরিভারিতে। তার ইনিংসে ছিল ৫টি চারের মার। দলীয় ৭৯ রানের মাথায় বিদায় নেন উইলিয়ামসন। বিদায়ের আগে টম ল্যাথামের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি।
 
উইলিয়ামসনের বিদায়ে ব্যাট হাতে মাঠে নামেন নেইল ব্রুম। প্রায় ৬ বছর পর জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠে নামেন।
 
নিউজিল্যান্ডের মাটিতে অতীতে বাংলাদেশের তেমনকোনো সুখস্মৃতিও নেই। ঘরের মাঠের বাঘরা ভিন্নকন্ডিশনে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতেপারবে তো?
 
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজেহোয়াইটওয়াশের লজ্জায় ডোবে কিউইরা। অন্যদিকে,নিজেদের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল সময় উপভোগ করছেবাংলাদেশ দল। গত অক্টোবরেই প্রথমবারের মতোইংল্যান্ডকে টেস্টে হারায় টাইগাররা।
 
সিরিজ শুরুর আগে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। ৬ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতেনামছে বাংলাদেশ। মাঠে কেমন পারফরম্যান্স করেসতীর্থরা সেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন অধিনায়কমাশরাফি বিন মর্তুজা। প্রথম ম্যাচ জেতার আশা করছেনবাংলাদেশ অধিনায়ক।
 
তবে, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অতীতপারফরম্যান্স আশা জাগানিয়া নয়। নিউজিল্যান্ডেরমাটিতে স্বাগতিকদের বিপক্ষে এ অবধি সাতটি ওয়ানডেখেলেছে বাংলাদেশ। সবগুলোতে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে দু’দলের মুখোমুখি দেখায় ২৫ ম্যাচেবাংলাদেশের জয় আটটিতে। ১৭বার জিতেছেনিউজিল্যান্ড। বাংলাদেশের সবগুলো জয়ই এসেছে দেশেরমাটিতে। এবার অ্যাওয়ে ম্যাচে জয় তুলে কি ইতিহাসবদলাবে মাশরাফিরা?
 
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস,সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান,মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন,মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান এবংতাসকিন আহমেদ।
 
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, টম ল্যাথাম, কেনউইলিয়ামসন, কলিন মুনরো, লুক রঞ্চি, জেমস নিশাম,মিচেল স্যান্টনার, টিম সাউদি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্টএবং নেইল ব্রুম।
 
বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।