ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক মাস পর বল হাতে শফিউল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এক মাস পর বল হাতে শফিউল শফিউল ইসলাম/ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত ২৬ নভেম্বর বিপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ে ছোট পান খুলনা টাইটান্সের পেসার শফিউল ইসলাম। ১৩ ম্যাচে ১৮ উইকেট দখল করা এ ইনফর্ম বোলার ছিটকে পড়েন নিউজিল্যান্ড সিরিজের দল থেকে।

ঢাকা: গত ২৬ নভেম্বর বিপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ে ছোট পান খুলনা টাইটান্সের পেসার শফিউল ইসলাম। ১৩ ম্যাচে ১৮ উইকেট দখল করা এ ইনফর্ম বোলার ছিটকে পড়েন নিউজিল্যান্ড সিরিজের দল থেকে।

ইনজুরিতে পড়ার ঠিক এক মাস পর বল হাতে নিয়েছেন শফিউল। সামর্থ্যের ৭০ শতাংশ ইনটেনসিটিতে করেছেন পাঁচ ওভারের স্পেল।

সোমবার (২৬ ডিসেম্বর) একাডেমি মাঠের নেটে জাতীয় লিগের দল ঢাকা মেট্রোর ব্যাটসম্যানদের সামনে ছোট রান-আপে বোলিং করেন শফিউল।

এক মাস পর বল হাতে শফিউল/ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এ পেসারের উন্নতিতে খুশি ফিজিও বায়েজিদুল ইসলাম খান। বাংলানিউজকে তিনি বলেন, ‘আজ ৭০ শতাংশ ইনটেনসিটিতে বোলিং করেছে শফিউল। পরশু দিন আবার বোলিং করবে। আস্তে আস্তে ইনটেনসিটি বাড়তে থাকবে। যেভাবে উন্নতি হচ্ছে তাতে পুরোপুরি ফিট হতে খুব বেশি সময় লাগার কথা নয়। ’

আগামী ১৩ জানুয়ারি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগেই শফিউল পুরোপুরি ফিট হয়ে উঠবে-এমন আশা প্রকাশ করেছেন বায়েজিদুল।

শফিউল অবশ্য আশা করছেন ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিট হওয়ার। কত তাড়াতাড়ি ফিট হতে পারেন শফিউল সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।