ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইয়ং টাইগার্স প্রতিযোগিতায় ফেনীর জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ইয়ং টাইগার্স প্রতিযোগিতায় ফেনীর জয় ইয়ং টাইগার্স প্রতিযোগিতায় ফেনীর জয়-ছবি: বাংলানিউজ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলা দলকে হারিয়েছে ফেনী জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দারবান পার্বত্য জেলা স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের খেলায় রাঙ্গামাটিকে ৭ উইকেটে হারিয়েছে ফেনী জেলা।

ফেনী: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলা দলকে হারিয়েছে ফেনী জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দারবান পার্বত্য জেলা স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের খেলায় রাঙ্গামাটিকে ৭ উইকেটে হারিয়েছে ফেনী জেলা।

টসে জিতে ব্যাট করতে নেমে রাঙ্গামাটি ১০ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ৪৪ রান সংগ্রহ করে। জবাবে, ফেনী জেলা দল ১০ ওভার ১ বল খেলে ৪৫ রান সংগ্রহ করে। ফেনী জেলা দলের পুলক সর্বোচ্চ ৫ ইউকেট, আসিফ ৪ উইকেট ও রাকিব ১ উইকেট লাভ করেন।

মঙ্গলবার ফেনী জেলা দল চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে লড়বে। প্রশিক্ষক কপিল উদ্দিন ও টীম ম্যানেজার শরীফুল ইসলাম অপু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।