ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন খুলনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
জাতীয় লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন খুলনা সেঞ্চুরি করে খুলনাকে বড় জয় এনে দিতে অবদান রাখেস আনামুল হক/ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের শিরোপা ধরে রাখলো খুলনা বিভাগ। এ নিয়ে তারা পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো। শেষ রাউন্ডে একদিন বাকি থাকতেই ঢাকা মেট্রোকে ৩৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মাঠ ‍ছাড়ে আব্দুর রাজ্জাকের দল।

খুলনার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রো। ৫০৯ রানের পাহাড়সম টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস।

স্কোর: খুলনা - ২০৭ ও ৪২৩/৫ ডিক্লে.
ঢাকা মেট্রো - ১২২ ও ১১০ (৩৯ ওভার)

মেট্রোর হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ২০ রান করে অপরাজিত থাকেন জাবিদ হোসেন। একাই ছয় উইকেট নিয়ে ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন পেসার আল আমিন হোসেন।

খুলনা দলপতি আব্দুর রাজ্জাক তিন উইকেট নিয়ে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি টানেন। বাকি উইকেটটি নেন আশিকুজ্জামান।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিন উইকেটে ২৭২ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং নামে খুলনা। আগের দিনের সেঞ্চুরিয়ান আনামুল হকের (১২২) পথ অনুসরণ করেন অভিজ্ঞ তুষার ইমরান (১৩৮)। অর্ধশতক করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।

পাঁচ উইকেটে ৪২৩ রান করার পর মেট্রোর সামনে বিশাল লক্ষ্য সেট করেই ইনিংস ঘোষণা করে তারা। এর আগে লো-স্কোরিং প্রথম ইনিংসে খুলনার ২০৭ রানের জবাবে ১২২-এ থামে মেট্রো।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।