ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ধরাশায়ী অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ধরাশায়ী অজিরা প্রস্তুতি ম্যাচে ৯৮ রানের ঝলমলে ইনিংস খেলার পথে বাবর আজম/ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের (৩-০) হতাশা ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর জানান দিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অজিদের ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে পাকিস্তানের দেয়া ৩৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬.২ ওভারে মাত্র ১৩৮-এ গুটিয়ে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সর্বোচ্চ ৭০ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস ইঙ্গলিস।

জ্যাসন সাঙ্গা ২০ ও ওপেনার উইল পুকোভসকি ১০ রান করে আউট হন। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেরনি।

পেসার হাসান আলী তিনটি, ইমাদ ওয়াসিম ও শোয়েব মালিক দু’টি করে আর একটি করে উইকেট নেন রাহাত আলী, মোহাম্মদ নওয়াজ ও আজহার আলী।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে  সাত উইকেটে ৩৩৪ রান তোলে পাকিস্তান। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন উঠতি ডানহাতি ব্যাটসম্যান বাবর আজম। শারজিল খান (৬২, রানআউট) ও দীর্ঘ সময় পর ওয়ানডে দলে ফেরা ওমর আকমলও (৫৪) অর্ধশতক তুলে নেন। শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ৪৯। মোহাম্মদ রিজওয়ান ২২ রানে অপরাজিত থাকেন।

লিস্ট ‘এ’ ম্যাচে অভিষিক্ত দুই তরুণ অজি পেসার হেনরি থর্নটন ও ক্যামেরন গ্রিন তিনটি করে উইকেট লাভ করেন।

প্রসঙ্গত, টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচেও ২০১ রানের দাপুটে জয় পেয়েছিল পাকিস্তান। কিন্তু, মূল সিরিজে সেই পারফরম্যান্স আর ধরে রাখতে পারেনি। এবার অাজহার আলীদের সামনে ওয়ানডে চ্যালেঞ্জ। ব্রিসবেনে আগামী ১৩ জানুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।