ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ইস্ট জোনের হয়ে বিসিএল খেলবেন ইবাদত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ইস্ট জোনের হয়ে বিসিএল খেলবেন ইবাদত ইবাদত হোসেন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জাতীয় লিগের পর এবার বিসিএলে দেখা যাবে পেসার ইবাদত হোসেনকে। রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে আসা সিলেটের এ পেসার খেলবেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে।

আগামী ২৮ জানুয়ারি শুরু বিসিএলের পঞ্চম আসর। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের দলে থাকা ক্রিকেটাররা বিসিএল খেলবেন না।

বিপিএলে রাজশাহী কিংসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইবাদত। যদিও ইনজুরির কারণে কোনো ম্যাচ খেলতে পারেননি দ্রুতগতির এ পেসার। ফিট হয়ে ডেভেলপম্যান্ট প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্যাম্প করার সুযোগ পান। গত সপ্তাহে দেশে ফেরেন ২৩ বছর বয়সী এ তরুণ।  

ডেভেলপম্যান্ট প্রোগ্রামে থাকা আরেক ক্রিকেটার মেহেদি মারুফও খেলবেন ইস্ট জোনের হয়ে। দেশে ফিরে জাতীয় লিগের একটি ম্যাচ খেলেন ঢাকা মেট্রোর এ ক্রিকেটার।

ইস্ট জোনের ১৫ সদস্যের স্কোয়াড: অলোক কাপালি (অধিনায়ক), ইয়াসির আলী, মেহেদি মারুফ, মোহাম্মদ সাইফু্দ্দিন, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, তাসামুল হক, আবুল হাসান রাজু, সাদমান ইসলাম, সাকলাইন সজীব, ইরফান শুক্কুর, লিটন কুমার দাস, জাকির হাসান, শাহানুর রহমান, রাহাতুল ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।