ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা দ্বিতীয়বার অজি বর্ষসেরা ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
টানা দ্বিতীয়বার অজি বর্ষসেরা ওয়ার্নার অজি বর্ষসেরা ওয়ার্নার-ছবি:সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটের বর্ষসেরার পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল পেলেন ডেভিড ওয়ার্নার। গত এক বছর ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এমন সম্মাননা পেলেন বাঁহাতি ওপেনার এ ব্যাটসম্যান। এছাড়া দেশটির সেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন তিনি।

অজিদের চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা দু’বার বর্ষসেরার পুরস্কার পেলেন ওয়ার্নার। তার আগে রিকি পন্টিং, শেন ওয়াটসন ও মাইকেল ক্লার্ক এমন কীর্তি গড়েছিলেন।

 

গত বছর ৩০ বছর বয়সী ওয়ার্নার ক্রিকেটের সব ফরম্যাটেই ছিলেন উজ্জ্বল। সব ধরনের প্রতিযোগিতায় তিনি মোট ২ হাজার ৪২০ রান করেছিলেন।

বাঁ থেকে-ওয়ার্নার, স্টার্ক, ওয়াটসন ও ল্যানিং-ছবি:সংগৃহীতএদিকে নমব ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে পুরস্কার পেলেন মিচেল স্টার্ক। আর টি-টোয়েন্টির বর্ষসেরার পুরস্কার ওঠে শেন ওয়াটসনের হাতে। নারী বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মেগ ল্যানিং।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।