ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

‘সোহান পুরো টিমকে জাগিয়ে রাখে’

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
‘সোহান পুরো টিমকে জাগিয়ে রাখে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ভালো করেনি। কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটে আট ম্যাচের সবগুলোই হেরেছে সফরকারীরা। পাঁচ সপ্তাহের সফরে প্রাপ্তি বলতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের একাধিক ম্যাচে লড়াইয়ের আভাস, ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাকিব-মুশফিকের ব্যাটে ৫৯৫ রানের দলীয় সংগ্রহ।

বাংলাদেশের ব্যর্থতার মাঝে খুব বড় কিছু না করেও আলোচনায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড সফরে এ তরুণ জানান দিয়েছেন বাংলাদেশ দলে উইকেটের পেছনে গ্লাভস জড়ানোর উপযুক্ত হাত তারই।

ইনজুরির কারণে মুশফিকুর রহিম ছিটকে গেলে সোহানের হাতে ওঠে উইকেট কিপিংয়ের দায়িত্ব। মুশফিক ফিট না থাকায় সিরিজের তিনটি টি-টোয়েন্টি, দুটি ওয়ানডে ও সিরিজের শেষ টেস্টে খেলার সুযোগ পান সোহান। দারুণভাবে দায়িত্ব সামলে নজর কাড়েন ২৩ বছর বয়সী এ তরুণ। ব্যাটিংটাও মন্দ করেননি। কিপিং-ব্যাটিং দেখে মনেই হয়নি প্রথমবারের মতো ওয়ানডে ও টেস্ট খেলছেন।

উইকেটের পেছনে সোহানের বিশ্বস্ত হাত, বোলার-ফিল্ডারদের তৎপর রাখার প্রানান্তকর চেষ্টা, সাহসী মানসিকতা, দলের প্রয়োজন বুঝে ব্যাটিং করার ক্ষমতা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন সোহান।

সোহানকে সবচেয়ে এগিয়ে রাখছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট, ‘নুরুল হাসানের (সোহান) ব্যাপারে আমি খুব আশাবাদী। একজন কিপার হিসেবে সুপার, ফ্যান্টাসটিক। পর্যবেক্ষণ ক্ষমতা খুব ভালো, ইচ্ছা থাকে মাঠের ভেতর কিছু একটা করার। সোহান পুরো টিমকে জাগিয়ে রাখে। বোলার-ফিল্ডারদের উৎসাহ দিয়ে যায়। এ জিনিসগুলো বাড়তি কিছু। ’
 
আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাতে হলে সোহানকে ব্যাটিংয়ে আরেকটু মনোযোগী হতে বললেন খালেদ মাসুদ, ‘বর্তমানে ক্রিকেট অনেক প্রতিযোগিতামূলক। সোহানকে ব্যাটিংয়ের দিকে আরেকটু মনোযোগী হতে হবে। ব্যাটিংয়ে আরেকটু ভালো করতে পারলে ওর সমকক্ষ হওয়ার মতো কোনো কিপার হয়তো সামনে থাকবে না। ’

সোহানকে প্রতিশ্রুতিশীল উইকেটরক্ষক উল্লেখ করে খালেদ মাসুদ বলেন, ‘আমার সৌভাগ্য অনূর্ধ্ব-১৪ তে নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাশ এ দু’জনকে পেয়েছিলাম সাত দিনের একটি ক্যাম্পে কোচিং করানোর। সেখানে আমি ক্রিকেট বোর্ডকে সুপারিশ করেছিলাম ওদের সুন্দর ভবিষ্যত রয়েছে। বাংলাদেশ টিমে খেলার সম্ভাবনা আছে। সোহান খুবই প্রতিশ্রুতিশীল একজন উইকেটরক্ষক।

বয়সভিত্তিক দল অনূর্ধ্ব ১৩, ১৪, ১৫, ১৭, ১৯ ও একাডেমি দল হয়ে জাতীয় দলের আঙিনায় আসেন খুলনার ছেলে নুরুল হাসান সোহান। ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠ শেখ আবু নাসের স্টেডিয়ামে টি-টোয়েন্টির ৫০তম খেলোয়াড় হিসেবে সোহানের অভিষেক হয়।  

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডের পর টেস্ট ক্যাপও পড়েন সোহান। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর প্রথম বছরেই তিন ফরম্যাটেই খেলে ফেলা সোহানের এবারের লক্ষ্য হয়তো, ফিট মুশফিকের সঙ্গে একাদশে থাকা।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।