ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কান ওয়ানডে দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কান ওয়ানডে দল প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কান ওয়ানডে দল/ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দক্ষিণ অাফ্রিকার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা। দিনেশ চান্দিমাল নয়, থারাঙ্গাকে অধিনায়ক করে ১৬ সদস্যের ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এদিকে, চান্দিমালের নেতৃত্বে বুধবারের (২৫ ডিসেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে লঙ্কানরা। ক্যাপটাউনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।

পোর্ট এলিজাবেথে আগামী শনিবার (২৮ জানুয়ারি) প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ১, ৪, ৭, ১০ ফেব্রুয়ারি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় পেস বোলিং অলরাউন্ডার লাহিরু মাদুশানকা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান সান্দান উয়েরাকোদি। তারা ইনজুরির কারণে ছিটকে পড়া পেসার নুয়ান প্রদীপ ও ওপেনার দানুস্কা গুনাথিলাকার বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন।

শ্রীলঙ্কা ওডিআই স্কোয়াড: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, থিকশিলা ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, লাহিরু মাদুশানকা, আসিলা গুনারাত্নে, সান্দান উয়েরাকোদি, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, কুশল মেন্ডিস, চাতুরাঙ্গা ডি সিলভা, সাচিথ পাথিরানা, সেকুজে প্রসন্ন, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা।

প্রথম তিন ওয়ানডের দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, লুনগি এনগিদি, অ্যান্ডিল পেহলুকওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।