ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

সাতক্ষীরায় চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
সাতক্ষীরায় চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও চায়না বাংলা গ্রুপের এমডি একেএম আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক ও জেলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।