ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বিসিএলে খেলছেন নাসির, বিজয়, নাফীস, মেহেদীরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বিসিএলে খেলছেন নাসির, বিজয়, নাফীস, মেহেদীরা নাসির, বিজয়, নাফীস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম আসর। প্রথমশ্রেণি ক্রিকেটের ফ্রাঞ্চাইজিভিত্তিক এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দল। চার দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আসরটি। তবে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের কারণে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া-না পাওয়া নিয়ে জটিলতা তৈরি হলে ফ্রাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার অনুরোধ করে।

এবারের লিগে খেলবেন জাতীয় দলের তারকা নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, শাহরিয়ার নাফীস, মোশাররফ হোসেন রুবেল, আনামুল হক বিজয়, মেহেদী মারুফ, লিটন কুমার দাস, জুনায়েদ সিদ্দীক, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, তাইজুল ইসলামরা। সম্প্রতি নারী কেলেঙ্কারিতে গ্রেফতার হয়ে জেলে যাওয়া স্পিনার আরাফাত সানিকে কোনো দলে রাখা হয়নি। এবারের জাতীয় লিগে খেললেও ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হওয়ায় বিসিএলের আসরে মোহাম্মদ আশরাফুলকে কোনো দলে রাখা হয়নি।

এদিকে, জাতীয় নির্বাচকরা এই দল গড়লেও বিসিবি ও ইসলামী ব্যাংক দুই দলেই রেখেছেন সাদমান ইসলাম অনিককে।

প্রথম রাউন্ডের খেলাগুলো হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোনো ম্যাচ রাখা হয়নি। সর্বাধিক চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির তিন নম্বর মাঠে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ।

আগের আসরগুলোর মত এবারও চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিসিএল। দলগুলো হলো- বিসিবি উত্তরাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল এবং ওয়ালটন মধ্যাঞ্চল।

বিসিবি উত্তরাঞ্চল:
নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দীক, জহুরুল ইসলাম, মাহমুদুল হাসান লিমন, সাদমান ইসলাম অনিক, নাসির হোসেন, ধীমান ঘোষ, আরিফুল হক, ফরহাদ হোসেন, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, সাদ্দাম হোসেন, ইয়াসিন আরাফাত মিশু, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দি শুভ ও তাইজুল ইসলাম।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল:
মেহেদী মারুফ, লিটন কুমার দাস, অলোক কাপালি, তাসামুল হক, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, ইরফান শুকুর, মোঃ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, সাকলাইন সজীব, মোঃ রাহাতুল ফেরদৌস জাভেদ, ইবাদত হোসেন, সাদমান ইসলাম অনিক ও শাহনুর রহমান।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল:
আব্দুর রাজ্জাক, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, মোঃ মিঠুন, আল-আমিন জুনিয়র, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ইমন, তৌহিদুল ইসলাম রাসেল ও মঈনুল ইসলাম সুজন।

ওয়ালটন মধ্যাঞ্চল:
শামসুর রহমান, সাইফ হাসান, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, তাইবুর রহমান, শুভাগত হোম চৌধুরী, তানবির হায়দার, মোশারফ হোসেন রুবেল, মোহাম্মদ শরীফ, শহিদুল ইসলাম, আব্দুল মজিদ, কাজী শাহাদাত হোসেন রাজীব, মোঃ শরিফুল্লাহ, জাকির আলী অনিক ও দেওয়ান সাব্বির।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।