ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ইংলিশ স্পিনারের সেরা একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ইংলিশ স্পিনারের সেরা একাদশে সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান সেরা ওয়ানডে একাদশ সাজিয়েছেন। সেখানে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বর্তমান ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করে সোয়ান তার সেরা ওয়ানডে একাদশ সাজিয়েছেন।

সাকিবকে তার সেরা ওয়ানডে একাদশে রাখা প্রসঙ্গে সোয়ান জানান, ‘সাকিব দুর্দান্ত এক ওয়ানডে ক্রিকেটার।

ওয়ানডেতে দারুণ এক বোলার। আর সে ব্যাট হাতের বেশ ভালো। ’

সোয়ানের সেরা ওয়ানডে একাদশে নেই কোনো পাকিস্তানি ক্রিকেটার। সুযোগ হয়নি নিউজিল্যান্ড ক্রিকেটারের। সর্বোচ্চ ৫ ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়া থেকে। দুইজন রয়েছেন দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের সাকিব ছাড়া একজন করে জায়গা পেয়েছে ভারত, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ থেকে।

সোয়ানের সেরা ওয়ানডে একাদশ: ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বেন স্টোকস, সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, সুনিল নারাইন ও মিচেল স্টার্ক।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।