ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

কোহলি-ডি ভিলিয়ার্সকে হটিয়ে শীর্ষে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
কোহলি-ডি ভিলিয়ার্সকে হটিয়ে শীর্ষে ওয়ার্নার র‌্যাংকিংয়েও ব্যাট হাতে উড়ন্ত ডেভিড ওয়ার্নারের দাপট/ছবি: সংগৃহীত

ওয়ানডেতে ব্যাটসম্যানদের শীর্ষস্থান দখল করলেন ফর্মের তুঙ্গে থাকা ডেভিড ওয়ার্নার। এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলিকে টপকে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান পজিশনে অস্ট্রেলিয়ান ওপেনার।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ১৭৯ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন ওয়ার্নার। পাঁচ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৭৩.৪০ গড়ে ৩৬৭ রান করেন ত্রিশ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।

৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় অজিরা।

উড়ন্ত ওয়ার্নারের কাছে শীর্ষস্থান হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং জিনিয়াস ডি ভিলিয়ার্স। সমান এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন ভারতের ‘রানমেশিন’ কোহলি। তিনজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৮০, ৮৬১, ৮৫২। শীর্ষ দশে আরও কয়েকটি পরিবর্তন লক্ষণীয়।

সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রানস্কোরার (২৮২) বাবর আজম পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং অর্জন করেছেন। তিন সেঞ্চুরির অ্যাডিলেড ম্যাচের তৃতীয়টি উদযাপন করেন পাকিস্তানের ২২ বছর বয়সী উদীয়মান ব্যাটসম্যান।

ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে ২৮৪ রানের রেকর্ড জুটি গড়ে নজর কাড়েন ট্রাভিস হেড। ২০তম ওয়ানডেতে এসে তুলে নেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি (১২৮)। পুরো সিরিজে তার ব্যাট থেকে আসে ২৭০ রান। ৪২ ধাপ এগিয়ে নাম লিখিয়েছেন ৩৮তম স্থানে। অন্যদিকে, বাবরের টিমমেট শারজিল তিন ফিফটিতে ২৫০ রান করে ক্যারিয়ার সেরা অবস্থানে (৫৩, +৩৫)।

ওয়ানডের সেরা দশ ব্যাটসম্যান:
১। ডেভিড ওয়ার্নার (+২) ৮৮০ রেটিং পয়েন্ট
২। এবি ডি ভিলিয়ার্স (-১) ৮৬১
৩। বিরাট কোহলি (-১) ৮৫২
৪। কুইন্টন ডি কক (-) ৭৭৯
৫। কেন উইলিয়ামসন (-) ৭৭০
৬। জো রুট (+১) ৭৫৩
৭। হাশিম আমলা (-১) ৭৪৮
৮। স্টিভেন স্মিথ (+২) ৭৪০
৯। মার্টিন গাপটিল (-১) ৭৩৫
১০। বাবর আজম (+৫) ৭৩৩

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।