ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ক্যারিবীয়ানদের বিপক্ষে ইংলিশদের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ক্যারিবীয়ানদের বিপক্ষে ইংলিশদের স্কোয়াড ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংলিশরা। আগামী মার্চে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড।

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান নটিংহ্যামশায়ারের ওপেনার হেলস। ফলে, টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছিটকে পড়েন তিনি।

ইংল্যান্ডে ফিরতে হয়েছে চোট সঙ্গী করে।

আসন্ন সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডটি ভারত সফরে রয়েছে। তাই ভারত সফরের স্কোয়াডের ওপরই আস্থা রেখেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০৩ মার্চ অ্যান্টিগায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংলিশরা। একই ভেন্যুতে ০৫ মার্চ দ্বিতীয় ওয়ানডে খেলবে সফরকারী ইংল্যান্ড। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ০৯ মার্চ, বার্বাডোজে।

১৪ সদস্যের ইংলিশ স্কোয়াড: মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি ও ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।