ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাথামুক্ত মুশফিক-ইমরুল-মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ব্যাথামুক্ত মুশফিক-ইমরুল-মুমিনুল মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়া বাংলাদেশ দলের তিন ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হকের উন্নতি হচ্ছে খুব দ্রুত। মঙ্গলবার (৩১ জানুয়ারি) একই সময়ে আলাদা নেটে পেস ও স্পিন বল স্বাচ্ছন্দ্যে মোকাবেলা করেছেন নির্ভরযোগ্য এ তিন ব্যাটসম্যান।

কেউই ব্যাটিং করার সময় ব্যাথা অনুভব করেননি বলে জানিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। অগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে এ তিন ক্রিকেটারের খেলা নিয়ে তেমন শঙ্কা থাকছে না।

ভারত সফরের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন-আশা প্রকাশ করে হ্যালসল সংবাদমাধ্যমকে বলেন, ‘মুশফিক, মুমিনুল ও ইমরুলের ভালো উন্নতি হচ্ছে। ফিজিও জানিয়েছে ব্যাথাহীন থেকেই ব্যাটিং অনুশীলন করেছে তিন ব্যাটসম্যান। আগামীকাল একটি ব্যাটিং সেশন রয়েছে। আশা করি দ্রুতই পুরোপুরি ফিট হয়ে উঠবে ওরা। ’

কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি অভিজ্ঞ এ তিন ক্রিকেটার। প্রথম টেস্টে রান নিতে গিয়ে বাঁ পায়ের উরুতে টান পড়ে ওপেনার ইমরুলের। এরপর পাঁজরে চোট পান মুমিনুল। ওই টেস্টেই আঙুলে আঘাত পান মুশফিক।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

আরও পড়ুন...নেটে ঘাম ঝরালেন মুশফিক-ইমরুল-মুমিনুল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।