ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

সিরিজ নির্ধারণীতে কিউই দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
সিরিজ নির্ধারণীতে কিউই দলে পরিবর্তন ইশ শোধি (ডান থেকে তৃতীয়)/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজ নিশ্চিতের ম্যাচে লেগস্পিনার ইশ শোধিকে দলে ডেকেছে নিউজিল্যান্ড। গত বছরের অক্টোবরে ভারত সফরের পর থেকে কিউইদের ওয়ানডে দলের বাইরে তিনি।

২০১৬ সালে ফেব্রুয়ারিতেই অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন শোধি। আবারো একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ১৩টি ওয়ানডে খেলা এ ডানহাতি বোলার।

আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে। সিরিজে ১-০ তে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশের ষষ্ঠ আসর উপভোগ করেন ২৪ বছর বয়সী শোধি। দুর্দান্ত বোলিংয়ে নির্বাচকদের নজর কাড়েন। গত ১৮ জানুয়ারির ম্যাচটিতে গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে ১১ রানের বিনিময়ে একাই ছয়টি উইকেট দখল করেন।

কিউইদের জার্সিতে এখন পর্যন্ত ১৪ টেস্ট, ১৩ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্পিনার শোধি। তিন ফরমেটে তার উইকেট যথাক্রমে ৩৮, ১৩, ২১।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।