ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

কিলার মিলারের পরিবর্তে বেহারদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
কিলার মিলারের পরিবর্তে বেহারদিন ফারহান বেহারদিন-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডেভিড মিলারের পরিবর্তে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ফারহান বেহারদিন। এমনটিই নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকান ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আঙ্গুলে চোট পাওয়ায় পাঁচ ম্যাচ সিরিজের বাকিগুলোতে ছিটকে যান কিলার খ্যাত ব্যাটসম্যান মিলার।

ইনফর্ম ব্যাটসম্যান মিলার স্কোয়াড থেকে বাদ পড়লেও বেহারদিনকে নিয়ে আশাবাদী ডি ভিলিয়ার্স, ‘বেহারদিন এমন একজন ক্রিকেটার যাকে যে কেউ দলে নিতে চাইবে।

সে ব্যাট ও বলে সমান দক্ষতা দেখাতে পারে। ফিল্ডিংয়েও অসাধারণ ক্ষমতা রয়েছে। মিলারের পরিবর্তে আশাকরি সে ভালো করবে। ’

এর আগে ডারবানে অনুষ্ঠিত দ্বিতীয় ওডিআইতে ১১৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন মিলার। লঙ্কান ইনিংসের অষ্টম ওভারে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান তিনি। ম্যাচের বাকি সময়ে আর মাঠে নামতে পারেননি।

এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাত থেকে দশ দিন সময় লাগতে পারে। শনিবার (৪ ফেব্রুয়ারি) তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। জোহানেসবার্গে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। সিরিজ বাঁচাতে সফরকারী লঙ্কানদের জয়ের বিকল্প নেই। ২-০ তে এগিয়ে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।