ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় জুনায়েদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
নিজেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় জুনায়েদ ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসরের দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত শুরু করেছে উত্তরাঞ্চল। চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে জুনায়েদ সিদ্দিকের দারুণ ইনিংসে ৪ উইকেট হারিয়ে দলটি তুলেছে ৩২৭ রান।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামে মধ্যাঞ্চল।

ব্যাটিংয়ে নেমে উত্তরাঞ্চলের হয়ে ওপেনিংয়ে আসা দলপতি জহুরুল ইসলাম করেন ৩৯ রান।

আরেক ওপেনার নাজমুল হোসেন করেন ৬ রান। তিন নম্বরে নামা জুনায়েদ সিদ্দিক ১৭২ রান করে অপরাজিত থাকেন। প্রথম শ্রেণির ক্রিকেটে একাদশ শতক পাওয়া জুনায়েদের ২৭৬ বলে খেলা ১৭২ রানের ইনিংসে ছিল ১৯টি চারের মার।

নাঈম ইসলাম ১ রানে বিদায় নিলেও পাঁচ নম্বরে নামা নাসির হোসেন করেন ৫৫ রান। আর ৫১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন ধীমার ঘোষ।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ৯৮টি ম্যাচ খেলেছেন জুনায়েদ। প্রায় ৩২ গড়ে করেছেন ৫ হাজার ৪৩৫ রান। তার ঝুলিতে আছে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৩ রানের ইনিংস।  এবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় জুনায়েদ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।