ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশ-ভারত টেস্টেও থাকছে ডিআরএস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বাংলাদেশ-ভারত টেস্টেও থাকছে ডিআরএস ২০১৫ সালে ফতুল্লায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচের মুহূর্ত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের হোম সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) সফল ব্যবহারের পর বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র টেস্টেও এ প্রযুক্তি চালু থাকবে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এমন খবরই প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত টেস্ট মাঠে গড়াবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।

পরীক্ষামূলকবাবে ইংল্যান্ড সিরিজে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এমনকি প্রথমবারের মতো ভারতের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজেও এটি রাখা হয়। এবার টাইগারদের বিপক্ষে ‘ঐতিহাসিক’ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর ব্যবস্থা থাকছে।

একজন কর্মকর্তার বরাত দিয়ে ‘ডিএনএইন্ডিয়া’ বলছে, তিনজন আন্তর্জাতিক আম্পায়ারের উপস্থিতিতে এ টেস্টে ডিআরএস ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়। মাঠের আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন ২০১৬ সালের বর্ষসেরা আম্পায়ারের খেতাব ‘ডেভিড শেফার্ড ট্রফি’ জয়ী দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস ও নিউজিল্যান্ডের ক্রিস জেফানি।

ম্যাচ রেফারি হিসেবে জিম্বাবুইয়ান অ্যান্ডি পাইক্রফটকে নিযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।