ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রুটের হাতে সাদা পোশাকের আর্মব্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
রুটের হাতে সাদা পোশাকের আর্মব্যান্ড ছবি: সংগৃহীত

অ্যালিস্টার কুক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এখন কেবল নতুন অধিনায়ককে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেওয়া বাকি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি)। সাদা পোশাকের আর্মব্যান্ডটা জো রুটের হাতেই তুলে দিতে যাচ্ছে ইংলিশ বোর্ড।

ইসিবি শিগগিরই ২৬ বছর বয়সী রুটকে টেস্ট দলের পরবর্তী অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো।

ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস রুটকে দলপতির দায়িত্ব নেওয়ার প্রস্তাব করলে রুট সেই প্রস্তাবে রাজি হয়েছেন।

রুটকে প্রস্তাব দেওয়ার আগে স্ট্রাউস দলের সিনিয়র ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মঈন আলী ও জস বাটলারের সঙ্গে কথা বলে নেন। ইংলিশ ক্রিকেটাররা রুটকেই বেছে নেন।

আগামী ৬ জুলাই লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হবে অধিনায়ক রুটের। সহ-অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছে বেন স্টোকসকে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।