ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেপিয়ার থেকে সরিয়ে হ্যামিল্টনে ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
নেপিয়ার থেকে সরিয়ে হ্যামিল্টনে ম্যাচ ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের ঘরের মাঠে চতুর্থ ওয়ানডে ম্যাচটি নেপিয়ারের ম্যাকলিন পার্কে হওয়ার কথা ছিল। তবে মাঠের সার্বিক অবস্থা খারাপা হওয়ায় ওয়ানডেটি হ্যামিল্টনের সেডন পার্কে সরিয়ে নেওয়া হয়েছে। গত চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে দ্বিতীয় ওডিআই মাঠের খারাপ ‍অবস্থা থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

নেপিয়ার সিটির কাউন্সিল পরে চ্যাপেল-হ্যাডলি ম্যাচের তদন্তে নামে। যেখানে দেখা যায়, ভেন্যুর টার্ফ, ড্রেনেজ ও সেচ ব্যবস্থা খুবই খারাপ।

তাই প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটিতে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। পাশাপাশি এসব ব্যবস্থার কাজ হাতে নিতে ৯ লাখ মার্কিন ডলার এর প্রজেক্ট নিয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেপিয়ারের সেই ম্যাচটি ছিল টানা দ্বিতীয়বার সেই মাঠে পরিত্যক্ত খেলা। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে একই মাঠে একটি ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল।

লম্বা সফরে দক্ষিণ আফ্রিকা দল বর্তমানে কিউই সফরে রয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি দু’দলের একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে দু’দল।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।