ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরও ভালো কিছুর প্রত্যাশা করেছিলেন মিরাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরও ভালো কিছুর প্রত্যাশা করেছিলেন মিরাজ মেহেদি হাসান মিরাজ/ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সাকিব, মুশফিকের পাশাপাশি ব্যাট হাতে যে টাইগার ব্যাটসম্যান উজ্জ্বল ছিলেন তিনি মেহেদি হাসান মিরাজ।

প্রথম ইনিংসে ভারতের ৬৮৭ রানের পাহাড়সম লক্ষ্যের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাকফুটে থাকা বাংলাদেশকে ৩৮৮ রানের সংগ্রহ পাইয়ে দিতে তার ৫১ রানের ইনিংসটি ছিল ভীষণ কার্যকর।

শুধু ব্যাটিংই নয়, প্রথম ইনিংসে বল হাতে দুটি উইকেট পুরেছেন নিজ থলিতে।

তবে তাতে দল হিসেবে খুব বেশি লাভবান হয়নি বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে হারতে হয়েছে ২০৮ রানের বড় ব্যবধানে।

কিন্তু, যে বিষয়টি মিরাজকে আলোড়িত করেছে সেটা হলো; টেস্ট ক্রিকেটে বর্তমান বিশ্বে এক নাম্বার দলটির বিপক্ষে এমন পারফরম্যান্স। স্বাভাবিকভাবেই তিনি ভীষণ খুশি। তবে তার এই খুশির মাত্রা আরও বেড়ে যেত যদি দল জিততো অথবা ড্র করতো, ‘সবচেয়ে ভালো লাগতো দল যদি ভালো করতো। তারপরেও আমরা সবাই ভালো ক্রিকেট খেলেছি। ’

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভারত থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি একথা জানান।

এসময় প্রথম ইনিংসে নিজের ৫১ রানের ইনিংসটি সম্পর্কে বলতে গিয়ে অধিনায়ক মুশফিকুর রহিমের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ওই ইনিংসে আমাকে প্রতিটি অবস্থায় এবং প্রতিটি বলে সাহায্য করেছেন কীভাবে ভালো খেলা যায়। তাই আমি মনে করি আমার ওই ইনিংসে তার অবদান কোনো অংশেই কম না। ’

এদিকে, ভারতের বিপক্ষে করা এমন পারফরম্যান্সের মধ্য দিয়েই নিজেকে ফিরে পেয়েছেন বলে বিশ্বাস করেন মিরাজ, ‘আমি ব্যাটিং নিয়ে কিছুটা হতাশ ছিলাম, কিন্তু ভারত গিয়ে মনে হয়েছে যে আমি আগের মতোই আমার ছন্দ পেয়েছি। এখন আমি বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট কীভাবে খেলতে হবে এবং ওখানে কিভাবে ব্যাটিং করতে হবে। চেষ্টা করি আরও তাড়াতাড়ি পরিপূর্ণ রুপে সামনে এগিয়ে যেতে। ’

ভারতের বিপক্ষে এই ম্যাচে ফিল্ডিংয়ে বেশ নড়বড়ে মনে হয়েছে সফরকারী দলটিকে। তবে মিরাজের মতে মিস ফিল্ডিং খেলারই অংশ এবং ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে দল ভালো খেলেছে বলে দাবী তার, ‘মিস ফিল্ডিং ক্রিকেটেরই অংশ। কেউ ইচ্ছে করে মিস করতে চায় না, হয়ে যায়। কিন্ত তারপরেও আমার কাছে মনে হয় আমরা সবাই ভালো ক্রিকেট খেলেছি। আমরা জানি যে ভারত বিশ্বের এক নাম্বার টেস্ট দল। ওদের সাথে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আশা করছি সামনে আরও ভালো ক্রিকেট খেলবো। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

আরও পড়ুন...ভারত মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।