ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোববার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
রোববার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শহিদ মোহাম্মদ শহিদ--ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রেলিয়ার শল্য চিকিৎসক ডেভিড ইয়াংয়ের অধীনে হাঁটুর অস্ত্রোপচারের জন্য রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন টাইগার পেসার মোহাম্মদ শহিদ। রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ক্রিকেট একাডেমিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শহিদ নিজেই।     

শহিদ বলেন, ‘আমার চিকিৎসক প্রথমে বলেছিল অস্ত্রপচার লাগবে না।

আমি জানতাম লেভেল ওয়ান ইনজুরি। লেভেল ওয়ানে অপারেশন লাগে না। যখন দেখা গেছে এটা লেভেল ওয়ান ছাড়িয়ে লেভেল টু তে চলে গেছে, তখন জানিয়েছে অস্ত্রপচার করলে ভাল হয়। কারণ অস্ত্রোপচার ছাড়া যদি আমি থাকি তাহলে বল করাটা কঠিন হবে। কিন্তু করতে পারলে কোনো সমস্যা হবে না। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ’ 

ইনজুরিতে পড়ে এর আগে কখনওই ছুড়ি, কাচির নিচে যেতে হয়নি শহিদকে। এটাই তার শরীরে প্রথম অস্ত্রোপচার। তাই নিজের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন। ‘আগে কখনও এমন কিছু মোকাবেলা করিনি। দেশবাসীর কাছে দোয়া চাই যেন সুস্থ্যভাবে ফিরে আসতে পারি। আবার দেশের হয়ে খেলতে পারি। ’

এদিকে নিজের শরীরের এই অস্ত্রোপচারের আগে অভিজ্ঞ আরেক পেসার শাহাদাত হোসেন রাজীবের সাথে আলোচনা করেছেন শহিদ। আর আলোচনার পর তাকে অভয় দিয়ে শাহাদাত বলেছেন, ‘ওই রকম কিছুই না। তুই টেরই পাবি না। তুই কত তারাতারি ফিরতে পারবি সেটা নির্ভর করবে তোর পুনর্বাসনের ওপরে। ’

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর বিপিএলের চতুর্থ আসরে ঢাকা ডানামাইটসের হয়ে খেলা এই টাইগার পেসার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে হাঁঠুতে চোট পান। ফলে গেল জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে স্কোয়াডে থেকে থেকে ছিটকে যান। অভিশপ্ত ইনজুরি তাকে খেলতে দেয়নি সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিটিও।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।