ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিছিয়ে গেল ইমার্জিং এশিয়া কাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
পিছিয়ে গেল ইমার্জিং এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইমার্জিং এশিয়া কাপ নিয়ে প্রাথমিক ঘোষণায় বিসিবি বলেছিল ১৫-২৬ মার্চ টুর্নামেন্টটি অনুষ্টিত হবে। কিন্তু, তাদের দেয়া এই পূর্ব নির্ধারিত তারিখ বদলে মার্চের ২৫ তারিখ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নতুন সিডিউল নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন। ইমার্জিং এশিয়া কাপের নতুন সময় সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘বর্তমান ক্যালেন্ডার অনুয়ায়ী ইমার্জিং কাপ ২৫ মার্চ শুরু হবে আর শেষ হবে ৫ এপ্রিল।

এদিকে, টুর্নামেন্টের সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন এসেছে অংশগ্রহণকারী দলের সংখ্যায়ও। আগে যেখানে ৮টি দেশের অংশগ্রহণের কথা ছিল সেটা বদলে হয়েছে ৬টিতে, ‘৮টি নয় ৬টি দল নিয়ে ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিডিউল অনুযায়ী হংকং ও আরব আমিরাত ব্যস্ত থাকায় আমরা ৬টি দল নিয়েই টুর্নামেন্টের পরিকল্পনা করছি। ’

আর টুর্নামেন্টের ভেন্যু হিসেবে পরিকল্পনায় রাখা হয়েছে ঢাকার বাইরের তিনটি ভেন্যুকে। তবে ফাইনাল ঢাকাতেই অনুষ্ঠিত হবে বলে জানালেন সুজন, ‘প্রাথমিকভাবে ফতুল্লা, বিকেএসপি ও কক্সবাজারের ব্যাপারে পরিকল্পনা করেছি। ফাইনাল ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে। ’

উল্লেখ্য, এশিয়ার ৪টি ক্রিকেট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ নেপাল ও আফগানিস্তানের অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে ইমার্জিং এশিয়া কাপের এই আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে টেস্ট খেলুড়ে দেশগুলোর হয়ের জাতীয় দলের চারজন খেলোয়াড় অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।