ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শচীনের অবসর চিন্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
শচীনের অবসর চিন্তা শচীন টেন্ডুলকার-ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় চার বছর। কিন্তু কী করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শচীন টেন্ডুলকার? অবসর নেওয়ার দীর্ঘ সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করলেন মাস্টার-ব্লাস্টার।

শচীন লিখেছেন, ‘সময়টা ছিল ২০১৩ সালের অক্টোবর। দিল্লিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলছিল।

আমার সকালটা কাটে জিমে। গত ২৪ বছর ধরে এই রুটিনটাই মেনে আসছি। কিন্তু অক্টোবরের সেই সকালে একটা জিনিস বদলে গিয়েছিল। ’ 

শচীন আরও লিখেছেন, ‘বুঝতে পারছিলাম যে সকালে উঠে নিজের রোজকার রুটিন মতো কাজ করতে আমাকে জোর করতে হচ্ছে। জানতাম জিম করাটা আমার ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তবু কেন জানি একটা অনিচ্ছা চেপে ধরলো সেদিন?’ 

‘বুঝতে পারলাম আমার থামার সময় হয়েছে। প্রিয় খেলাটা প্রতিদিনের রুটিনের অংশ আর থাকবে না?’-যোগ করেন তিনি।

২০১৩ চ্যাম্পিয়ন্স লিগের পর শচীন কলকাতা আর মুম্বাইয়ে শেষ দুটি টেস্ট খেলে অবসর নেন।

২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক হয়েছেন শচীন। টেস্ট ও ওয়ানডের দুই ফরম্যাটেই সর্বোচ্চ রানের মালিক। দুই ফরম্যাট মিলিয়ে রয়েছে ১০০টি সেঞ্চুরির কীর্তি। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টের মধ্যদিয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয় শচীনের।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।