ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যেসব চ্যানেলে দেখাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
যেসব চ্যানেলে দেখাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ছবি: সংগৃহীত

দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে রয়েছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ম্যাচগুলো কোন কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে তা ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে।

টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দ্বিপাক্ষিক সিরিজটি। গলে আগামী ৭ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের মোকাবেলা করবে সফরকারী বাংলাদেশ।

টেস্ট ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে।

দ্বিতীয় ম্যাচের মধ্যদিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।

টেস্টসহ সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে চ্যানেল নাইন এবং টেন ক্রিকেট। টেস্ট না দেখালেও ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

টেস্ট সিরিজ শেষে ২২ মার্চ কলম্বোতে সীমিত ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে।

প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। তৃতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।

টেস্ট, ওয়ানডে সিরিজ শেষে আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।