ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শাহ সুলতানকে হারিয়ে পুলিশ লাইন্স কলেজ জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
শাহ সুলতানকে হারিয়ে পুলিশ লাইন্স কলেজ জয়ী শহীদ চাঁন্দু স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বগুড়া: বগুড়ায় স্বাধীনতা কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় সরকারি শাহ সুলতান কলেজকে ৭২ রানে হারিয়ে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ জয়ী হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (০৫মার্চ) সন্ধ্যায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


 
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি নুরুল আলম টুটুল, সাগর কুমার রায়, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সদস্য  জামিলুর রহমান জামিল, সহিদুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এর আগে টসে হেরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করে।
 
জবাবে ব্যাট করতে নেমে সরকারি শাহ সুলতান কলেজ ১৬.১ ওভারে ১০ উইকেটে ৯৪ রান করে। এতে ৭২ রানে জিতে যায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।

এ টুর্নামেন্টের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।