ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘বুড়ো মিসবাহ’র ছয় বলে ছয় ছক্কা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
‘বুড়ো মিসবাহ’র ছয় বলে ছয় ছক্কা (ভিডিও) ছবি: সংগৃহীত

‘টুক টুক মিসবাহ’ হিসেবে পরিচিত পাকিস্তানের টেস্ট দলপতি চলমান হংকং টি-টোয়েন্টি ব্লিজে ছয় বলে টানা ছয়টি ছক্কা হাঁকিয়েছেন। ৪২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন অপরাজিত ৮২ রানের ইনিংস।

বৃহস্পতিবার (০৯ মার্চ) টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মিসবাহর ব্যাটে ঝড় উঠে। তার দলও জেতে ৩৩ রানের ব্যবধানে।

হংকং আইল্যান্ড উইনাইটেডের দলপতি মিসবাহ চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ২২১.৬২ স্ট্রাইক রেটে চারটি চার আর সাতটি বিশাল ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মিসবাহ বাহিনী ৬ উইকেট হারিয়ে তোলে ২১৬ রান। জবাবে, ৮ উইকেট হারানো হাংহোম জাগুয়ার্স ১৮৩ রান তোলে।

ইনিংমে ১৯তম ওভারের শেষ দুই বলে স্ট্রাইক পান মিসবাহ। ডানহাতি পেসার ইমরান আরিফের করা পঞ্চম বলে ছক্কা হাঁকান ৪২ বছর বয়সী মিসবাহ। পরের বলেও ওভার বাউন্ডারি হাঁকান তিনি।

২০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল রান নেন সাঈদ আজমল। আবারো স্ট্রাইকে যান মিসবাহ। বামহাতি পেসার অ্যাশলে ক্যাডির করা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম বলে টানা চারটি ছক্কা হাঁকান দলপতি মিসবাহ। শেষ বলে বাউন্ডারির দেখা পান তিনি। শেষ ওভারেই আসে ২৯ রান।

** ভিডিও:

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।