ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ক্যারিবীয়রা ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ক্যারিবীয়রা/ছবি: সংগৃহীত

অ্যালেক্স হেলস ও জো রুটের জোড়া শতকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো ক্যারিবীয়রা। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৪ ওভার বাকি থাকতে ১৪২-এ গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

হোম সিরিজে ইংলিশদের কাছে ধবলধোলাই এড়াতে ব্যর্থ জেসন হোল্ডারের দল। রানের হিসেবে এটি ইংল্যান্ডের পঞ্চম বড় জয়।

বার্বাডোসে উকস-ফিন-প্লাঙ্কেটদের বোলিং তোপের সামনে টপঅর্ডারের কেউই হাল ধরতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রান করেন ছয় নম্বরে নামা জোনাথন কার্টার।

...তিনটি করে উইকেট দখল করেন ক্রিস উকস ও লিয়াম প্লাঙ্কেট। স্টিভেন ফিন দু’টি আর বেন স্টোকস ও আদিল রশিদ নেন একটি করে।

এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় দলপতি হোল্ডার। রুট-হেলসের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২৮ রান তোলে সফরকারীরা।

...ক্যারিয়ারের পঞ্চম ওডিআই সেঞ্চুরি উদযাপন করেন ম্যাচসেরা ওপেনার হেলস (১১০)। নবম শতক হাঁকিয়ে আউট হন রুট (১০১)। দু’জনের ১৯২ রানের পার্টনারশিপ চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেয়।

...তবে মিডল অর্ডার ব্যর্থ না হলে দলীয় সংগ্রহটা আরও বড় হতো। দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত অলআউট। বেন স্টোকসের ব্যাট থেকে আসে ৩৪। দুই পেসার আলজারি জোসেফ চারটি ও হোল্ডার তিনটি উইকেট নেন। অফস্পিনার অ্যাশলে নার্স নেন একটি। শেষ ওভারে রানআউটের শিকার হন রশিদ (৯) ও প্লাঙ্কেট (১১)।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।