ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারো পাকিস্তানে যেতে আগ্রহী জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আবারো পাকিস্তানে যেতে আগ্রহী জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

সন্ত্রাসী হামলার শঙ্কা থাকায় ২০০৯ সালের পর থেকে এক জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো দেশ পাকিস্তান সফর করেনি। আরেকবার জিম্বাবুইয়ানরা পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে। এমন খবরই প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সম্প্রতি কোনো ঝামেলা ছাড়াই পাকিস্তানের লাহোরে দেশটির ঘরোয়া ক্রিকেটের আসর পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হয়। আর নিরাপদে সব কিছু সমাপ্ত হওয়ায় জিম্বাবুয়ে আরেকবার পাকিস্তান সফরে যেতে চাইছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি আয়োজিত পিএসএলের প্রথম আসরটি সম্পন্ন হয়েছিল আরব আমিরাতে। দ্বিতীয় এই আসরের সবগুলো ম্যাচই সেখানে অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ফাইনালটি লাহোরে নিয়ে আসা হয়। বিদেশি ক্রিকেটারদের অনিচ্ছা স্বত্ত্বেও পাকিস্তানে ফাইনালটি অনুষ্ঠিত হয়। আর আগে থেকেই পিসিবি চেষ্টা চালিয়ে আসছিলো যে কোনো মূল্যেই হোক দেশে আন্তর্জাতিক কোনো ইভেন্ট, ম্যাচ বা সিরিজ আয়োজনের।

পিএসএল ফাইনাল নিরাপদে অনুষ্ঠিত হওয়ায় এবার জিম্বাবুয়ে দেশটিতে সফরে আগ্রহ দেখিয়েছে। এশিয়া সফরে আসতে যাওয়া জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী মাখোসিনি এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।

আরও জানা যায়, পাকিস্তান সফরে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলতে চাইছে জিম্বাবুয়ে। ক্রীড়া মন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘পাকিস্তানের দেওয়া নিরাপত্তায় বিশ্বাস রাখা হচ্ছে। তাদের সরকার নিরাপত্তার দিকে কোনো ছাড় দিতে রাজী নয়। তাদের পরিস্থিতি দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে। ’

এর আগে ২০১৪ সালে পাকিস্তানে গিয়েছিল জিম্বাবুয়ের ক্রিকেট দল। সেবার জিম্বাবুয়ে সরকারের কোনো অনুমতি না নিয়ে আসায় বোর্ডের সাবেক চেয়ারম্যান উইলসনকে বরখাস্ত করা হয়েছিল।

কথিত আছে, সেবার জিম্বাবুয়ের ক্রিকেটারদের মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে পাকিস্তান তাদের মাটিতে সিরিজ আয়োজন করেছিল। আরও জানা যায়, শেষ ম্যাচটির মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য মারা গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ১২ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।