ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাইফ-রাজুরা যাচ্ছেন শ্রীলঙ্কায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
সাইফ-রাজুরা যাচ্ছেন শ্রীলঙ্কায় সাইফ-রাজুরা যাচ্ছেন শ্রীলঙ্কায়/ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কান বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে ডাম্বুলায় ২২ মার্চ একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তবে, সে ম্যাচে থাকছেন দুই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু।

টানা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের বিশ্রাম দেওয়া হতে পারে প্রস্তুতি ম্যাচে। টেস্ট খেলতে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দিতেই সাইফউদ্দিন ও রাজুকে উড়িয়ে নেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নান্নু জানান, ‘আমরা রাজু ও সাইফউদ্দিনকে শ্রীলঙ্কায় পাঠাচ্ছি। রোববার তারা শ্রীলঙ্কায় পৌঁছবে। যারা এখন টেস্ট সিরিজে রয়েছেন তাদের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে প্রস্তুতি ম্যাচে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই এই নতুন দু’জনকে পাঠানো হচ্ছে। ’

শততম টেস্টের দলের বাইরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া, ওয়ানডে দলের ১২ জন ক্রিকেটারই শ্রীলঙ্কায় রয়েছেন। সেখানে যোগ দিয়েছেন অধিনায়ক মাশরাফি, নুরুল হাসান সোহান, শুভাগত হোম ও সানজামুল ইসলাম।

এদিকে চট্টগ্রাম ও কক্সবাজারে আট জাতির ইমার্জিং কাপ মাঠে গড়াবে ২৭ মার্চ। এ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলে আছেন সাইফ ও রাজু। তাই প্রস্তুতি ম্যাচ খেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে এ দুই অলরাউন্ডারকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২৫ মার্চ। দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ, তৃতীয় ও শেষটি ১ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।