দলে তরুণদের সুযোগ দিতেই মাশরাফির এই সিদ্ধান্ত। সেখানে অন্য কাউকে জায়গা করে দেওয়ার জন্যই সে সরে গেছেন।
বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি মাহবুবু আনাম।
ভারী হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পাতা। বাদ যায়নি দেশের গণযোগাযোগ মাধ্যমগুলোও। যেন অভিভাবক হারিয়েছে এদেশের ক্রিকেট। মাহবুবু আনামের কন্ঠেও সেই একই সুর, ‘মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্তম্ভ। বাংলাদেশ ক্রিকেট আজকের যে অবস্থানে এসেছে সেখানে মাশরাফির অবদান প্রচুর পরিমাণে রয়েছে। ’
মাহবুব আনাম এ সময় আরও বলেন, ‘আমি সব সময় বলেছি মাশরাফি বড় হৃদয়ের ক্রিকেটার। তার সমতুল্য খেলোয়াড় আমি আজ অবদি বাংলাদেশ ক্রিকেটে দেখিনি। তাকে পূরণ করা বাংলাদেশ দলের পক্ষে সহজ হবে না। ওর মতো খেলোয়াড় এক যুগে একটার বেশি আসে না। এ সিদ্ধান্ত তার একক। এবং সে যে সিদ্ধান্ত নিবে সেটাই বড়। সে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত চিন্তাকরেই সিদ্ধান্ত নিয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস