ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাইক চালকদের সচেতন করলেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বাইক চালকদের সচেতন করলেন শচীন ছবি: সংগৃহীত

নিজের শহর মুম্বাইতে হেলমেটহীন বাইক আরোহীদের নিরাপত্তা নিয়ে সচেতন করলেন মাস্টার-ব্লাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ের রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন শচীন। চলতি পথে তিনি বেশ কয়েকজন বাইক চালককে হেলমেট পরতে বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের কিংবদন্তি তারকা ক্রিকেটার শচীন। সেখানে দেখা যায়, গাড়ির কাঁচ নামিয়ে প্রথমে একটি স্কুটির সামনে গিয়ে বললেন, ‘হেলমেট পর।

আমাকে প্রতিশ্রুতি দাও যে, পরেরবার হেলমেট পরেই বের হবে। ’

তিনি আরও বলেছিলেন, ‘আমাদের জীবন অত্যন্ত মূল্যবান। এটা মাথায় রেখে হেলমেট পরো। ’

.আরও কয়েকজনকে তিনি হেলমেট ব্যবহারের পরামর্শ দেন। এ সময় দুই যুবক তার কাছে প্রতিশ্রুতি দেন এবং গাড়িতে বসা শচীনের সঙ্গে সেলফি তোলেন।

মুম্বাইয়ের রাস্তায় বাইক চালকদের সচেতন করতে শচীন নিজের টুইটারে ভিডিওটি আপলোড করে লিখেছেন, ‘হেলেমেট পরো!! প্রত্যেকের জন্য পথ নিরাপত্তা সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিৎ। দয়া করে হেলমেট ছাড়া বাইক চালাবেন না। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।