ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভাগ্যকেও সাথে চাইছেন তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ভাগ্যকেও সাথে চাইছেন তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের গত মৌসুমে আবাহনীকে শিরোপা এনে দেয়া তামিম ইকবাল এবার নাম লিখিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে। লিগের বেশ কয়েকটি মৌসুম ধরেই শিরোপাশূন্য মোহামডোন। তবে এবার সাদা-কালো শিবির যে দল করেছে তাতে লিগ শিরোপা জয়ে আত্মবিশ্বাসী তামিম।

কিন্তু কাজটিকে চ্যালেঞ্জিংও জানালেন তামিম। কেননা সেরা দলের সেরা পারফর্মার নিয়েও ভাগ্য সাথে না থাকলে অনেক সময় শিরোপা জয়ের কাজটি করা অসম্ভব হয়ে উঠে।

তাই সতীর্থদের সেরা পারফরমেন্সের পাশাপাশি ভাগ্যকেও সাথে চাইলেন এই টাইগার হার্ডহিটার ওপেনার, ‘চ্যাম্পিয়নশীপ এমন একটা জিনিস আপনি সেরা দল হলেও ভাগ্য না থাকলে হবে না। আমরা আশা করবো ওই ভাগ্যটা আমাদের সাথে থাকবো। আমি যে কটা ম্যাচ খেলবো চেষ্টা করবো সেরাটা দেয়ার। আমি যখন থাকবো না, যারা থাকবে তারাও তাদের সেরাটি দিতে চেষ্টা করবে। আমরা সেরাটি দিলে পরে ফলাফল যা হবে আমি নিশ্চিত সবাই মেনে নেবে। ’

তামিম আরও যোগ করেন, ‘আমরা সবাই জানি আবাহনী- মোহামেডান ঐতিহ্যবাহী দল। তাদের সমর্থকও বেশি। প্লেয়াররাও এই দুই দলেই বেশি খেলতে চায়। তাই এই দলে খেলাও অনেক চ্যালেঞ্জের ব্যাপার। কারণ চাপ অনেক বেশি থাকে। মোহামেডান বেশ কয়েক বছর হয়তো চ্যাম্পিয়ন হয়নি। আমার কাছে মনে হয় এবার যেভাবে দল করেছে সবকিছু ঠিক থাকলে আর আমরা ঠিকমত পারফর্ম করতে পারলে শিরোপা আমাদেরই হবে। ’

সোমবার (১০ এপ্রিল) বিকেলে মিরপুর সিসিডিএম কার্যালয়ে দলবদল করতে এসে তিনি গণমাধ্যমকে একথা বলেন।

.তামিমের সাথে একই দলে খেলবেন এই মুহূর্তে বাংলাদেশের আলোচিত স্পিনার মেহেদি হাসান মিরাজ। আছেন আরেক স্পিনার তাইজুল ইসলামও। দুই স্পিনারকে সতীর্থ হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বাসিত তামিম জানান, ‘আমার কাছে মনে হয় ওরা দু’জনই খুব ভালো স্পিনার। যেভাবে ওরা আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে ওদের ভবিষ্যত খুবই উজ্জ্বল। কিন্তু এই ব্যাপারটি ওরাও জানে যে আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা খুবই সহজ। কারণ আপনাকে কেউই ফলো করে না। কিন্তু আপনি যখন সফলতা পাওয়া শুরু করবেন তখন মানুষ আপনাকে ফলো করা শুরু করবে। তারপরেই শুরু হয় কঠিন অধ্যায়। তারা যদি এই কষ্টের জন্য প্রস্তুত থাকে তাহলে ভালো করবে। ’

আবাহনী ও খেলাঘর সমাজ কল্যান সমিতিরি মধ্য দিয়ে ১২ এপ্রিল ফতুল্লায় গড়াবে ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। একই দিন বিকেএসপির তিন ও চার নাম্বার মাঠে গড়াবে লিগের আরও দুটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।