ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আক্রমণাত্মক ওপেনারদের বিপক্ষে আত্মবিশ্বাসী মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আক্রমণাত্মক ওপেনারদের বিপক্ষে আত্মবিশ্বাসী মাশরাফি আক্রমণাত্মক ওপেনারদের বিপক্ষে আত্মবিশ্বাসী মাশরাফি/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে প্রত্যেক ওপেনিং ব্যাটসম্যানের সব সময়ই আক্রমণাত্মক খেলার একটা প্রবণতা থাকে। তাই বোলারদের চ্যালেঞ্জটাও বেড়ে যায়। এদিক থেকে বেশ আত্মবিশ্বাসী সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো ‍মাশরাফি বিন মর্তুজা।

টি-২০ ছাড়লেও ওয়ানডে ক্রিকেট খেলে যেতে চান মাশরাফি। ইএসপিএন ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক।

আধুনিক ক্রিকেটে আক্রমণাত্মক ওপেনারদের বিপক্ষে বোলিংয়ের চ্যালেঞ্জের দিকটিও তুলে ধরেন ‘নড়াইল এক্সপ্রেস’।

একজন বোলারের জন্য আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে রাখার জন্য এটা কতটা কঠিন এমন প্রশ্নে মাশরাফির প্রতিক্রিয়া, ‘আমার দীর্ঘ ক্যারিয়ার থেকেই আত্ববিশ্বাস এসেছে, যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করেছি। আমি মনে করি না এখন অনেক মারকুটে ওপেনার আছেন, আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর যেমনটা ছিল। ’

‘প্রত্যেকটি দলে সেরা ওপেনার ছিলেন; ভারতের গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্ট, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া এবং দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও গ্রায়েম স্মিথ। এখনকার ওপেনাররা টেকনিক্যালি ওই লেভেলের নন, তাই এটি আমার জন্য কাজ করে। ’-যোগ করেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।