বুধবার (১২ এপ্রিল) থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। সেই লক্ষ্যে মঙ্গলবার (১১ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আর এখানেই আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠাপোষক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিসিবি’র পরিচালক সাইফুল আলম চৌধুরী স্বপন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম চৌধুরী স্বপন বলেন, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটে ওয়ালটনের অবদান অনেক। আবারও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ। ’
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম