ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ডোপিং নিষেধাজ্ঞার মুখে শাহজাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, এপ্রিল ১৪, ২০১৭
ডোপিং নিষেধাজ্ঞার মুখে শাহজাদ মোহাম্মদ শাহজাদ/ছবি: সংগৃহীত

আইসিসির অ্যান্টি-ডোপিং কোড লঙ্ঘন করায় ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। গত ১৭ জানুয়ারি ‍দুবাইতে আইসিসি একাডেমিতে তার ডোপিং টেস্ট করা হয়েছিল।

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি স্বীকৃত সল্ট লেক সিটির পরীক্ষাকারে নমুনা পরীক্ষা করা হয়। তাতে নিষিদ্ধ পদার্থ পাওয়া গেছে বলে নিশ্চিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির নিয়ম অনুযায়ী, চার্জ ইস্যুর ১২ দিন পর ক্রিকেট খেকে সাময়িক নিষিদ্ধ হবেন শাহজাদ। আগামী ২৬ এপ্রিল তা কার্যকর হবে। অবশ্য, পাঁচদিনের মধ্যে আরেকটি নমুনা (‘বি’ স্যাম্পল) পরীক্ষার আবেদন করতে পারবেন এবং ১৪ দিনের মধ্যে (নিষেধাজ্ঞা শুরুর আগ পর্যন্ত) নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন।

চ্যালেঞ্জ করলে একটি শুনানি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে শুনানির সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপিত হবে না।

আফগানদের জার্সি গায়ে সমান ৫৮টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী শাহজাদ। ওডিআইতে ৩৩.৯৪ গড়ে করেছেন ১৯০১ রান। ৯টি ফিফটির পাশাপাশি চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এ মারকুটে ওপেনার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও একটি সেঞ্চুরির মালিক তিনি। অর্ধশতক উদযাপন করেছেন ১২ বার। ৩২.৩৪ গড়ে রানসংখ্যা ১৭৭৯। স্ট্রাইক রেট ১৩৬.৮৪।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ