ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের বলে বোল্ড হয়ে সাজঘরে রাহানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ৩০, ২০১৭
মোস্তাফিজের বলে বোল্ড হয়ে সাজঘরে রাহানে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রস্তুতি ম্যাচ হলেও জয়ের স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করতে চাইছে টাইগাররা। সে লক্ষ্যে ফিল্ডিংয়ে ভালোই শুরু করেছে লাল-সবুজরা। এ রিপোর্ট লেখা অবধি ভারত ৬.১ ওভারে ২ উইকেটে তুলেছে ২১ রান। উইকেটে আছেন শিখর ধাওয়ান ও দিনেশ কার্তিক।

ভারতের হয়ে ব্যাটিং ইনিংস শুরু করেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রুবেল বোল্ড করেন রোহিত শর্মাকে।

এই রোহিত শর্মাই গত ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে রুবেলের বলে জীবন পান। শতক হাঁকিয়ে সেঞ্চুরি করে বাংলাদেশের হাতের মুঠো থেকে ম্যাচও বের করে নেন। তবে, এবার আর সেরকম কিছুই হয়নি। দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে বোল্ড হন আজিঙ্কা রাহানে। কাটার মাস্টারের দুর্দান্ত ডেলিভারিতে সাজঘরে ফেরার আগে রাহানের ব্যাট থেকে আসে ২১ বলে ১১ রান।

মূল আসরের আগে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে দায়িত্ব পালন করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইংল্যান্ডের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ-ভারত দুই দলই তাদের স্কোয়াডের সব ক্রিকেটারদের বাজিয়ে দেখতে পারবে। তবে নিয়ম অনুযায়ী ১১জন ক্রিকেটার বোলিং ও ফিল্ডিং করতে পারবেন।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে তামিমের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করে বাংলাদেশ। তবে, শেষ দিকে ক্যাচ মিসের কারণে ২ উইকেটের নাটকীয় হার মেনে নিতে হয় বাংলাদেশকে। অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারায়। ফলে মূল আসর শুরু করার আগে এ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সানজামুল ইসলাম।

ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব ও মোহাম্মদ সামি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৩০ মে ২০১৭
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।