ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে এ কোন বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ৩০, ২০১৭
প্রস্তুতি ম্যাচে এ কোন বাংলাদেশ! প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপর্যয়-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির মূল আসরের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হয়েছে বাংলাদেশের। ফলে ভারতের দেওয়া ৩২৫ রানের টার্গেটে ২৪০ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিবের নেতৃত্বে দলটি। এদিন ২৩.৫ ওভারে মাত্র ৮৪ রানে নিজেদের সবকটি উইকেট হারায় লাল-সবুজরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হারলেও বেশ লড়াই করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন মেহেদি হাসান মিরাজ। মুশফিকুর রহিম ও সানজামুল ইসলাম কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতের হয়ে ভুবেনশ্বর কুমার ও উমেশ যাদব তিনটি করে উইকেট তুলে নেন। এ ম্যাচে খেলননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।  

আগামী ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এদিন বড় লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ইনিংসে শুরুতেই বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। চতুর্থ ওভারে দ্বিতীয় বলে উমেশ যাদব তুলে নেন ২ রানে থাকা সৌম্যকে। একই ওভারের পঞ্চম বলে সরাসরি বোল্ড হন শূন্য রান করা সাব্বির রহমান। পরের ওভারেই ৭ রান করা ইমরুল কায়েসকে ফেরান ভুবেনশ্বর কুমার। দলকে বিপর্যয়ে রেখে আউট হলেন সাকিব আল হাসান।  

ভুবেনশ্বরের পরের ওভারে তৃতীয় বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৭ রান করে ফেরেন তিনি। পরের বলেই মাহমুদউল্লাহ রিয়াদ শূন্য রানে বিদায় নেন। আর যাদবের পরের ওভারে শূন্য রানে আউট হন মোসাদ্দেক।

দলের বড় কান্ডারি হিসেবে থাকা মুশফিকও টিকতে পারলেন না। দলীয় ৪৭ রানে মোহাম্মদ শামির শিকার হয়ে ১৩ রানে ফেরেন তিনি। ২০তম ওভারে ২৪ রান করা মেহেদি হাসান মিরাকে ফেরান জসপ্রিত বুমরাহ। উইকেটের মিছিলে রবিচন্দ্রন অশ্বিনের শিকারে পরিণত হন সানজামুল ইসলাম (১৮)। আর শূন্য রানে রুবেল হোসেনকে বিদায় করেন হার্দিক পান্ডে।  

এর আগে ঝালিয়ে নেওয়ার এ ম্যাচে নিজেদের বোলিংয়ের দুর্বলতাগুলোই বেশি খুঁজেছে টাইগাররা। মাশরাফির অনুপস্থিতিতে টাইগারদের আট বোলার বল করেন। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে তোলে ৩২৪ রান।

ইংল্যান্ডের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। মূল আসরের আগে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে দায়িত্ব পালন করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ-ভারত দুই দলই তাদের স্কোয়াডের সব ক্রিকেটারদের বাজিয়ে দেখতে পারবে। তবে নিয়ম অনুযায়ী ১১জন ক্রিকেটার বোলিং ও ফিল্ডিং করতে পারবেন।

ভারতের হয়ে ব্যাটিং ইনিংস শুরু করেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রুবেল বোল্ড করেন রোহিত শর্মাকে। এই রোহিত শর্মাই গত ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে রুবেলের বলে জীবন পান। শতক হাঁকিয়ে সেঞ্চুরি করে বাংলাদেশের হাতের মুঠো থেকে ম্যাচও বের করে নেন। তবে, এবার আর সেরকম কিছুই হয়নি। দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে বোল্ড হন আজিঙ্কা রাহানে। কাটার মাস্টারের দুর্দান্ত ডেলিভারিতে সাজঘরে ফেরার আগে রাহানের ব্যাট থেকে আসে ২১ বলে ১১ রান। দলীয় ২১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত।

দলীয় ২২.৪ ওভারে ৬০ রান করা ধাওয়ানকে ফেরান স্পিনার সানজামুল ইসলাম। দিনেশ কার্তিকের সঙ্গে ১০০ রানের জুটি গড়া এ বাঁহাতিকে মেহেদি হাসান মিরাজের ক্যাচে পরিণত করেন সানজামুল। এরই সঙ্গে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। দলীয় ১৯৬ রানের মাথায় বিদায় নেন কেদার যাদব। ৩৮ বলে ৩১ রান করে সানজামুলের বলে বোল্ড হন কেদার যাদব। দলীয় ২০৮ রানের মাথায় ৯৪ রান করে রিটায়ার্ড আউট হন দিনেশ কার্তিক। তার ৭৭ বলের ইনিংসে ছিল ৮টি চার আর একটি ছক্কা।

রবীন্দ্র জাদেজা রুবেলের বলে সাকিবের হাতে ধরা পড়ার আগে করেন ৩২ রান। হার্দিক পান্ডে ৫৪ বলে ৬টি চার আর ৪টি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে রুবেল বোল্ড করেন ৫ রান করা অশ্বিনকে। রুবেল তিনটি উইকেট দখল করেন। দুটি উইকেট নেন সানজামুল ইসলাম। আর একটি উইকেট পান মোস্তাফিজ।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে তামিমের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করে বাংলাদেশ। তবে, শেষ দিকে ক্যাচ মিসের কারণে ২ উইকেটের নাটকীয় হার মেনে নিতে হয় বাংলাদেশকে। অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারায়। ফলে মূল আসর শুরু করার আগে এ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ৩০ মে ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।