ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মেসিভক্ত ‘ক্রিকেটের মেসি’ ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, মে ৩১, ২০১৭
মেসিভক্ত ‘ক্রিকেটের মেসি’ ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্স ও লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

অনেক সমর্থক তাকে ভালোবেসে ক্রিকেটের লিওনেল মেসি বলেন। কিন্তু আদৌ কী এটি পছন্দ করেন এবি ডি ভিলিয়ার্স? ফুটবলের আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তও তো হতে পারেন। অবশেষে ব্যাপারটি খোলাসা করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং জিনিয়াস।

রোনালদো নয়, মেসিই ডি ভিলিয়ার্সের প্রিয় ফুটবলার। আইসিসির টুইটার পেজে ভক্তদের সঙ্গে একটি কথোপকথন পর্বে রোনালদো ও মেসির মধ্যে কে তার ফেভারিট এমন প্রশ্নের মুখে পড়েন প্রোটিয়া অধিনায়ক।

সরাসরি অকপটে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বহু বোলারের ঘুম হারাম করা ডি ভিলিয়ার্স, ‘ঠিক আছে, আমার জন্য খুবই সহজ প্রশ্ন। রোনালদো ও মেসির মধ্যে আমার প্রিয় ফুটবলার কে? এটা সবসময়ই মেসি। আমি শুধু অনুভব করি সে অন্য সব খেলোয়াড়ের মতো নয়, নকল কিছু বহন করে না, পুরোটাই তার গ্রেট স্কিল এবং যেকোনো সময় ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে... এটাই লিওনেল মেসি। ’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মিশনে এখন ইংল্যান্ডে ডি ভিলিয়ার্স। ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ জুন মাঠে নামবে এবির দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ৩১ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।