ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গুগল ডুডলে মেতে উঠুন ক্রিকেট উল্লাসে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জুন ১, ২০১৭
গুগল ডুডলে মেতে উঠুন ক্রিকেট উল্লাসে ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসির মেগা এই ইভেন্ট। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের জ্বরে ভুগছে পুরো ক্রিকেট বিশ্ব।

মেগা এই টুর্নামেন্টের উত্তেজনা থেকে বাদ যায়নি সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল। বিশেষ কোনো দিন হলেই সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজের লোগো বদলে দেয়।

এবারও তার ব্যতিক্রম হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে গুগল তাদের হোমপেজের লোগো বদলে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা তুলে ধরা হয়েছে গুগল ডুডলে। শ্লথ গতির মোবাইল ইন্টারনেটেও দেখা যাচ্ছে গুগল ডুডল।

শুধু তাই নয়, এই ডুডলে ক্লিক করে আপনিও মেতে উঠতে পারেন ক্রিকেটে। যেখানে ব্যাটিংয়ে রয়েছে ঝিঁঝিঁপোকার দল এবং বোলিংয়ে রয়েছে শামুকের দল। ঝিঁঝিঁপোকাদের দলটি রান নিলেই ডুডলের স্কোরবোর্ডে রান উঠছে। আর আউট হয়ে গেলে মাটির নিচ থেকে আম্পায়ার উঠে এসে আউট ঘোষণা করছে।

তবে, ডুডলের এই গেমে প্রথম দিকে আপনাকে হয়তো কিষ্ট করেই রান নিতে হতে পারে। শুরুর দিকে ব্যাটে বলে সংযোগ হয়তো কম হবে বলে বারবার আউট হতে পারেন। কিন্তু, বলের ডেলিভারির দিকে মনোযোগ দিলে সহজেই চার-ছক্কা হাঁকাতে পারবেন। এভাবেই মেতে উঠুন ক্রিকেট উল্লাসে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০১ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।