ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরিয়ার তামিমের পর মুশফিকের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুন ১, ২০১৭
সেঞ্চুরিয়ার তামিমের পর মুশফিকের বিদায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশ ৪৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৬১ রান। উইকেটে থেকে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল। ২৫তম হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন মুশফিক।

আট দলের অংশগ্রহণের এই মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান।

লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হয় টাইগাররা।

টাইগারদের তারকা তামিম ইকবাল আর সৌম্য সরকার ব্যাটিং ইনিংস শুরু করেন। প্রথম পাওয়ার প্লেতে ৩৬ রান তোলে বাংলাদেশ। দলীয় ১২তম ওভারের শেষ বলে বেন স্টোকস ফিরিয়ে দেন সৌম্যকে। দলীয় ৫৬ রানের মাথায় বেয়ারস্টোর হাতে ধরা পড়ার আগে সৌম্য করেন ২৮ রান। তার ইনিংসে ছিল ৪টি চার আর একটি ছক্কার মার। ইনিংসের ২০তম ওভারে ফেরেন ইমরুল কায়েস। লিয়াম প্লাঙ্কেটের বলে ব্যক্তিগত ১৯ রান করে ফেরেন ইমরুল। দলীয় ৯৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ২২তম ওভারে বাংলাদেশের স্কোর একশ ছাড়ায়। সেই ওভারেই চার হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম অর্ধশতকে পৌঁছান তামিম ইকবাল। ৭১ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। ২৮ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫০/২।

ইনিংসের ৪৫তম ওভারে লিয়ামের বলে বিদায় নেন ১২৮ রান করা তামিম। তার ১৪২ বলের ইনিংসে ছিল ১২টি চার আর তিনটি ছক্কার মার। একই ওভারে বিদায় নেন ৭২ বলে ৭৯ রান করা মুশফিক।

২০১৫ বিশ্বকাপ থেকে অন্য এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপের দুই ম্যাচে টাইগারদের কাছে হারতে হয়েছিলো ইংলিশদের। আইসিসির আরও একটি মেগা টুর্নামেন্টে মুখোমুখি এই দুই দল। এ ম্যাচে স্বাগতিকদের হারাতে পারলে ওয়ানডে ফরমেটে আইসিসির মেগা আসরে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের স্বাদ পাবে শীর্ষ ছয় নম্বর দলে জায়গা করে নেওয়া বাংলাদেশ। বাংলাদেশ ও ইংল্যান্ড এখন পর্যন্ত ওয়ানডেতে ১৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। ১৫ ম্যাচ হারের বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে চারটিতে। তবে এ চারটি জয়ের দুটিই এসেছে বিশ্বমঞ্চে (২০১১, ২০১৫ বিশ্বকাপ)।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মশারাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও জ্যাক বল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০১ জুন ২০১৭
এমআরপি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।