আগামী জুলাই ও আগস্টে দুটি টি-২০ ম্যাচ কাবুল ও লাহোরে আয়োজন করার পরিকল্পনা করেছিল আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) ওপাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেন পাকিস্তান সফর বাতিল করলো এসিবি এর কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি।
তবে, ঘটনা ভিন্নদিকেই মোড় নিচ্ছে বলে জানিয়েছে জনপ্রিয় সংবাদমাধ্যম আল জাজিরা। তারা রিপোর্ট প্রকাশ করেছে, বোমা হামলার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আফগানরা। কাবুলের বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তান আছে বলে মনে করে আফগান সরকার।
গত সপ্তাহেই একটি চুক্তির মাধ্যমে দুই দেশের বোর্ড প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে। যেখানে একটি ম্যাচ হওয়ার কথা ছিল আফগান শহর কাবুলে, অন্যটি পাকিস্তানের লাহোরে। যেখানে পাকিস্তান নিজেদের ভেন্যু ও কন্ডিশনিং ক্যাম্পের জন্য আফগানদের সহায়তা করতো। পাশাপাশি যুব ও সিনিয়র দল পাকিস্তান সফর করতো। এর আগে ২০১৩ সালে লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমি আফগানদের ব্যবহার করতে দেওয়া হবে এমন চুক্তিতে স্বাক্ষর করেছিল পাকিস্তান। আর কিছুদিন আগে ভারতের গ্রেটার নদিয়ায় ম্যাচ খেলেছিল আফগানরা।
এদিকে, এসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘আফগান জনগনের কথা আর নিরাপত্তা অফিসারদের কথা মতো আমরা পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছেদ করতে চাইছি। পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয়দাতা। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারেনা। তারা আফগান নিরীহ মানুষদের মেরে ফেলার মাধ্যমে শান্তি ও সংহতি নষ্ট করার পায়তারা করছে। ’
পিসিবি তো আরও একধাপ উপরে। সাফ জানিয়ে দিয়েছে, যারা আমাদের সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্ক রাখতে চাইছে না, তাদের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানের চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের সকল কোচদের এমন নির্দেশনা জানিয়ে দেওয়া হলো। কেউ যদি বোর্ডের অনাপত্তিপত্র না নিয়ে সেখানে খেলতে যেতে চায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে কঠিন শাস্তির সিদ্ধান্ত নেবে। ’
উল্লেখ্য, আগামী ১৮ জুলাই থেকে কাবুলে আফগান স্পাগিজা টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে। ইতোমধ্যেই এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে আফগানিস্তান ও বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের খেলোয়াড়রাও ছিলেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেবে।
আফগানিস্তান টি-২০ টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে দল পেয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তিনি ছাড়াও ইমরুল কায়েস ও সাব্বির রহমান এই আসরে সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ০২ জুন ২০১৭
এমআরপি