ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে ছাড়ার ছয় বছর পর অবসর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুন ২, ২০১৭
ওয়ানডে ছাড়ার ছয় বছর পর অবসর! ওয়ানডে ছাড়ার ছয় বছর পর অবসর!-ছবি:সংগৃহীত

পাকিস্তান জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন প্রায় চার বছর হলো। অথচ এখন এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দলটির সাবেক তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। 

৩৭ বছর বয়সী রাজ্জাক ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। আর ওয়ানডে খেলেন ২০১১ সালে।

তবে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছিলেন প্রায় এক দশকের বেশি সময় হলো।

এ প্রসঙ্গে রাজ্জাক জানান, অভ্যন্তরীন রাজনীতির কারণেই তিনি হাল ছেড়ে দিয়েছিলেন। তবে তিনি হাল ছেড়ে না দিলে জাতীয় দলে আবারও ফিরতে পারতেন।

এর আগে ১৯৯৬ সালে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে অভিষেক হওয়ার পর খেলেছেন ২৬৫টি ম্যাচ। যেখানে ৫ হাজারেরও বেশি রান ও ২৬৯টি উইকেট নিয়েছেন। আর তিন বছর পর টেস্ট খেলা শুরু করা এ তারকা ৪৬ ম্যাচে ২ হাজারের মতো রান ও ১০০ উইকেট তুলে নিয়েছেন। টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচে ২০টি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।