ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের ২৯২ রানের টার্গেট দিল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ২, ২০১৭
অজিদের ২৯২ রানের টার্গেট দিল কিউইরা ছবি: সংগৃহীত

কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ৪৬ ওভারের ম্যাচটিতে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৯১ রান তোলে কিউইরা।

এক ওভার বাকি থাকতে অলআউট হয় ব্ল্যাক ক্যাপসরা। ৪৫তম ওভারে শেষ তিনটি উইকেট তুলে নেন জস হ্যাজেলউড।

উইলিয়ামসনের বিদায়ের পর ব্রম-নিশাম-অ্যান্ডারসনদের ব্যর্থতায় দলীয় স্কোরটা তিনশ’ ছাড়ায়নি।

ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি উদযাপন করেন উইলিয়ামসন। শতক হাঁকানোর পরের বলেই (৪০তম ওভার) রানআউটের শিকান হন কিউই অধিনায়ক। চতুর্থ উইকেটের পতন ঘটে। দলীয় সংগ্রহ তখন ২৫৪।

তার আগে রস টেইলরের (৪৬) সঙ্গে ৯৯ রানের তৃতীয় উইকেট জুটিতে রানের চাকা সচল রাখেন উইলিয়ামসন। দলীয় ২১৬ রানের ‍মাথায় অর্ধশতক থেকে ৪ রান দূরে থাকতে আউট হন টেইলর।

...শুরুতে ঝড়ো ব্যাটিং উপহার দেন ওপেনার লুক রনকি। ৪৩ বলে ৬৫ রানের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৩টি ছক্কার মার। উইলিয়ামসনের সঙ্গে তার পার্টনারশিপে আসে ৭৭।

বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নামা কিউই ইনিংসের ৯.৩ ওভার শেষে শুরু হয় বৃষ্টি। তখন ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬৭। প্রায় দুই ঘন্টা খেলা বন্ধ ছিল। ওপেনিং জুটিতে ৪০ রান তোলেন মার্টিন গাপটিল (২৬) ও রনকি।

একাই ছয়টি উইকেট দখল করেন হ্যাজেলউড। জন হ্যাস্টিংস দু’টি ও বাকি উইকেটটি নেন প্যাট কামিন্স। উইকেটশূন্য থাকেন মিচেল স্টার্ক।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ জুন) লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় স্বাগতিক ইংল্যান্ড। টাইগারদের ছুঁড়ে দেওয়া ৩০৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ১৬ বল হাতে রেখে টপকে যায় ইংলিশরা। বৃথাই যায় তামিম ইকবালের সেঞ্চুরি। ১৩৩ রানের অপরাজিত ইনিংসে পুরো আলোটা নিজের করে নেন জো রুট।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ২ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।