ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভারতীয় টিম হোটেল তালাবদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, জুন ৪, ২০১৭
ভারতীয় টিম হোটেল তালাবদ্ধ ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি এবার দেখা দিয়েছে অন্য সমস্যা। লন্ডন হামলার পর ভারতীয় দল যে হোটেলে অবস্থান করছে, সেটিতে তালা ঝুলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৪ জুন) বার্মিংহামের এজবাস্টনে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

লন্ডনে সন্ত্রাসীর হামলার পর আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির রোববারের খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নিরাপত্তার কথা মাথায় রেখেই ভারতের টিম হোটেল তালাবদ্ধ করে রাখা হয়।

স্থানীয় সময় শনিবার (০৩ জুন) রাতে (বাংলাদেশ সময় রোববার, ০৪ জুন, ভোর পৌনে ৪টার দিকে) লন্ডনের কেন্দ্রস্থলে পৃথক দু’টি স্থানে সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। লন্ডন ব্রিজ ও পাশ্ববর্তী বোরো মার্কেটে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। হামলার সময় পুলিশের গুলিতে তিন হামলাকারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনার পর লন্ডন ব্রিজে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ০৪ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ